বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, হবিগঞ্জ-১ আসনে ধানের শীষে মনোনয়নের আশা

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, হবিগঞ্জ-১ আসনে ধানের শীষে মনোনয়নের আশা

রাজনীতি

অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে যোগ দিয়েছেন। আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (৫ নভেম্বর) রেজা কিবরিয়া নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন,

“আমি ইতোমধ্যেই বিএনপিতে যোগ দিয়েছি এবং প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগদান করব।”

হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীক পাওয়ার বিষয়ে তিনি আশা প্রকাশ করে আরও বলেন,

“২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছি।”

উল্লেখ্য, রেজা কিবরিয়া এর আগে গণফোরামের সাধারণ সম্পাদক ছিলেন এবং ঐক্যফ্রন্টের ব্যানারে একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেন। পরে তিনি গণ অধিকার পরিষদে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।