বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে ইরফান সাজ্জাদের মন্তব্যে সমালোচনা, পরে পোস্ট ডিলিট

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে ইরফান সাজ্জাদের মন্তব্যে সমালোচনা, পরে পোস্ট ডিলিট

বিনোদন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে এই পদে মনোনয়ন দেয়। দায়িত্ব পাওয়ার পর গত ৩ নভেম্বর প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিংয়ে অংশ নেন তিনি। তার দায়িত্ব গ্রহণকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা এবং অভিনন্দন বার্তা।

এ সময় অভিনেতা ইরফান সাজ্জাদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রুবাবা দৌলার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন— ‘এর পরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নেই।’

এই মন্তব্যকে অনেক নেটিজেন অশালীন ও অসম্মানজনক হিসেবে দেখেন। ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা তার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন,

“কোনো নারী কর্মপরিবেশে এমন মন্তব্য শুনে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। রসিকতার নামে এটি অশালীন আচরণ।”

তিনি আরও লেখেন,

“এই মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকা প্রয়োজন।”

সমালোচনা বাড়তে থাকলে ইরফান সাজ্জাদ একটি মন্তব্যের জবাবে ব্যাখ্যা দেন, “আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ। তাকে স্বাগত জানাতে চেয়েছিলাম।” পরে তিনি পোস্টটি মুছে দিয়ে নতুন স্ট্যাটাসে লিখেন—“অনেকেই ভুল বুঝেছে, তাই পোস্টটি ডিলিট করলাম।”