কোয়েল মল্লিকের প্রেমের পরামর্শ: সম্পর্ক মানে কমিটমেন্ট ও লয়ালিটি

কোয়েল মল্লিকের প্রেমের পরামর্শ: সম্পর্ক মানে কমিটমেন্ট ও লয়ালিটি

বিনোদন

ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। টলিউডের এই কুইন শুধুমাত্র তার অভিনয় নয়, ব্যক্তিত্ব ও ব্যবহার নিয়েও সবসময় সমাদৃত। তবে প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সাধারণত প্রকাশ্যে কথা বলেন না।

সম্প্রতি সঙ্গীত বাংলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল নতুন প্রজন্মের ভক্তদের জন্য প্রেম ও সম্পর্ক নিয়ে বিশেষ টিপস দিয়েছেন। তিনি বলেন,

“সম্পর্ক দুই মিনিটে তৈরি হওয়া নুডলসের মতো নয়। প্রতিটি মুহূর্ত সবসময় সুন্দর বা খুশির হবে এমন আশা করা ঠিক নয়। একটি সম্পর্ক মানে একটি কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে পবিত্রতা এবং লয়ালিটি থাকে। সম্পর্ক জামাকাপড় বদলের মতো নয়—লাল জামাটা ভালো লাগছে না, তাই নীল জামাটা পরি। সম্পর্ক বিষয়টা সেটার চেয়ে অনেক গভীর।”

কোয়েল আরও জানান, তিনি হয়তো কিছুটা পুরনোপন্থী দৃষ্টিকোণ থেকে ভালোবাসেন এবং এভাবেই ভালোবাসতে ভালোবাসেন।

মুখ খোলার পরই কোয়েলের এই মন্তব্যে ভক্তরা উচ্ছ্বসিত হয়েছেন। একজন লিখেছেন,

“একদম সঠিক কথা।” অন্য একজন মন্তব্য করেছেন, “তুমি যেভাবে ভালোবাসতে ভালোবাসো, তাই আমরা সবসময় তোমাকে ভালোবাসি।” একজন আরও লিখেছেন, “এই কারণেই তুমি টলি কুইন।”

ব্যক্তিগত জীবনের খবরও রয়েছে—কোয়েল ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিং রানা-কে বিয়ে করেন। ২০২০ সালে তাদের সংসারে আসে ছেলে কবীর এবং ২০২৪ সালের ডিসেম্বরে মেয়ে কাব্য। দুই সন্তানসহ তিনি সুখেই সংসার করছেন।