গত ২৪ ঘণ্টায় ৮৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ৮৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি

জাতীয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৮৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন:

  • ঢাকা মহানগর: ২৬৩ জন

  • বরিশাল বিভাগ (সিটি করপোরেশন ছাড়া): ১৬৭ জন

  • চট্টগ্রাম বিভাগ: ১০৩ জন

  • ঢাকা বিভাগ: ২২৯ জন

  • ময়মনসিংহ বিভাগ: ৭২ জন

এ বছরের শুরু থেকে এপর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬২ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। এছাড়া চলতি বছর পর্যন্ত ৭৭,৩৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন।