‘মাটিতে ফেলে লোকটা আমার মুখে…’ বিস্ফোরক অভিযোগ মৌনী রায়ের

‘মাটিতে ফেলে লোকটা আমার মুখে…’ বিস্ফোরক অভিযোগ মৌনী রায়ের

বিনোদন

চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়ার পথে কাস্টিং কাউচ বিষয়টি নতুন নয়। যুগ যুগ ধরে নায়ক-নায়িকাদের সঙ্গে এমন ঘটনা ঘটছে। কেউ কেউ এর বিরুদ্ধে মুখ খুললেও বেশিরভাগই কাজ হারানোর ভয়ে চুপ থাকেন। কাস্টিং কাউচ ইন্ডাস্ট্রির একটি ওপেন সিক্রেট।

এবার এই ওপেন সিক্রেটের কথা প্রকাশ্যে আনলেন বলিউডের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি একটি পডকাস্টে মৌনী জানালেন, ক্যারিয়ারের শুরুতে একটি বিজ্ঞাপনের শুটে কাস্টিং ডিরেক্টরের অশালীন আচরণের শিকার হয়েছিলেন।

মৌনী রায়ের অভিনয় যাত্রা শুরু হয় টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে। ‘নাগিন’ ধারাবাহিকে দুরন্ত অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একতা কাপুরের বালাজী ফিল্মসের বিভিন্ন ধারাবাহিকে ‘কিউকি সাস ভি কভি বহু থি’, ‘কস্তুরি’, ‘দেব কা দেব মহাদেব’-এ অভিনয় করেন।

বলিউডে মৌনীর চলচ্চিত্র যাত্রা শুরু হয় ২০১৮ সালের ‘গোল্ড’ ছবিতে। প্রথম ছবিতে সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে আলাদা নজর কাড়েন। পরবর্তী সময়ে ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’ চলচ্চিত্রেও অভিনয় করেন।

পডকাস্টে মৌনী বলেন, “বলিউডে সাধারণত কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হইনি। তবে ক্যারিয়ারের শুরুতে এক বিজ্ঞাপনের কাস্টিং ডিরেক্টর এমন ব্যবহার করেছিলেন যা আজও ভুলতে পারি না।”

তিনি জানান, সেই বিজ্ঞাপনের শুটের জন্য তাঁকে একটি দৃশ্য বোঝানো হচ্ছিল, যেখানে নায়িকা সুইমিং পুলে ডুবে যাচ্ছিল এবং নায়ক তাকে বাঁচাতে মাউথ টু মাউথ রেসকিউ ব্রেথ দিতে যাচ্ছিল।

“সেই দৃশ্য বোঝানোর সময় আমাকে সত্যিই মাটিতে ফেলে আমার মুখে মুখ ঢুকিয়ে দিয়েছিলেন। পুরো ঘটনায় আমি ঘেন্না অনুভব করেছিলাম এবং কাঁদতে শুরু করেছিলাম। আজও সেই দিনের কথা মনে হলে বিরক্তি লাগে।”

মৌনীর এই অভিযোগ সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে এবং বলিউডে কাস্টিং কাউচ নিয়ে দীর্ঘদিনের সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।