মালাইকার বিরুদ্ধে অভিযোগ, বিপাকে হানি সিংও

মালাইকার বিরুদ্ধে অভিযোগ, বিপাকে হানি সিংও

বিনোদন

সম্প্রতি মুক্তি পাওয়া সংগীত ভিডিও ‘চিলগাম’-এ বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার নাচ ও অঙ্গভঙ্গি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। র‌্যাপার হানি সিং–এর সঙ্গে জুটি বেঁধে করা এই মিউজিক ভিডিওর একটি ঝলক প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় বিতর্কের ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, হানি সিং গান গাইছেন, আর তার পাশে নাচছেন মালাইকা। দৃশ্যে তাকে কখনও চুইংগাম চিবাতে, আবার কখনও জিহ্বা বের করে নাচতে দেখা যায়, যা অনেক দর্শকের কাছে অশালীন ও আপত্তিকর বলে মনে হয়েছে।

ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় কড়া সমালোচনা। এক নেটিজেন মন্তব্য করেন,

“এই নাচে কোনো সৌন্দর্য বা আবেদন নেই, এটা একেবারেই অশালীন লাগছে।”

আরেকজন লেখেন,

“জিহ্বা বের করে নাচের নামে এসব কী হচ্ছে? এমন পারফরম্যান্স গ্রহণযোগ্য নয়।”

শুধু সাধারণ দর্শক নন, মালাইকার দীর্ঘদিনের ভক্তরাও হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে,

“‘ছাইয়া ছাইয়া’–এর মতো আইকনিক নাচ থেকে শুরু করে সাম্প্রতিক ‘থামা’ ছবির আইটেম গানেও তিনি দুর্দান্ত ছিলেন; কিন্তু এই পারফরম্যান্স একেবারেই মানানসই নয়।”

ভিডিওর কোরিওগ্রাফি এবং উপস্থাপনাকে অতিরিক্ত ও আবেদনহীন আখ্যা দিয়ে অনেকে এটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন।