দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন চলছিল ভারতীয় শোবিজে। এবার সেই গুঞ্জন সত্যি হলো, যখন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা এবং বিগ বস তারকা নীল ভাট আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন করেছেন।
২০২১ সালে তারা চার হাত এক করে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। বিয়ের চার বছর পর এই জুটি ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মা কিছুদিন ধরে আলাদা থাকছেন। তখন থেকেই গুঞ্জন ছড়াচ্ছিল যে তাদের সংসার ভেঙে যাচ্ছে। এবার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন দেওয়ায় শিগগিরই তাদের ডিভোর্স সম্পন্ন হবে।
এর আগে, ঐশ্বরিয়া শর্মা ঘর ভাঙার গুঞ্জন নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। গত জুনে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “আমি দীর্ঘদিন চুপ ছিলাম। আমি দুর্বল নই, বরং আমার শান্তি রক্ষা করছি। কেউ যেভাবে আমার সম্পর্কে গল্প তৈরি করছেন, তা আমি কখনো বলিনি। তথ্য বা জিজ্ঞাসা ছাড়া নিজের মতো প্রচারের জন্য আমার নাম ব্যবহার করা খুবই দুঃখজনক।”
ঐশ্বরিয়া শর্মা স্টার প্লাসের রোমান্টিক নাটক গুম হ্যায় কিসিকে পেয়ার মে-এ পত্রলেখা “পাখি” মোহিতেপাতিল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। ২০২৩ সালে তিনি রিয়েলিটি শো ফিয়ার ফ্যাক্টর: খাতরোঁ কে খিলাড়ি ১৩ এবং বিগ বস ১৭-এ অংশগ্রহণ করেছিলেন।
