বলিউড অভিনেত্রী গিরিজা ওক গডবলকে অস্বস্তি দিয়েছে অন্তরঙ্গ দৃশ্য

বলিউড অভিনেত্রী গিরিজা ওক গডবলকে অস্বস্তি দিয়েছে অন্তরঙ্গ দৃশ্য

বিনোদন

বলিউড অভিনেত্রী গিরিজা ওক গডবল সম্প্রতি ‘থেরাপি শেরাপি’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এই সিরিজে তার বিপরীতে রয়েছেন অভিনেতা গুলশান, যার সঙ্গে তাকে কিছু অন্তরঙ্গ দৃশ্যে কাজ করতে হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গিরিজা জানালেন, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় সাধারণত ইনটিমেসি কোঅর্ডিনেটররা উপস্থিত থাকেন। পুরো সেটের পরিবেশ এমনভাবে তৈরি করা হয় যাতে অভিনেতা–অভিনেত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন। শুটিংয়ের আগে আলোচনা করা হয়, দৃশ্যটি কিভাবে হবে, কতটা দৃশ্য প্রকাশ করা হবে এবং কোথায় কাট হবে।

তবু সব প্রস্তুতির পরও কিছু মুহূর্তে মানসিক অস্বস্তি থেকে যায়, জানিয়েছেন গিরিজা। তিনি বলেন, “ক্যামেরা চলা শুরু করলে কখনও মনে হয়, ঠিক করছি তো? থামব নাকি? এটি ঠিক লাগছে তো? এগুলো অনেকটাই ‘গ্রে জোন’।”

শুটিংয়ের সময় সহশিল্পীর আচরণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গিরিজা উল্লেখ করেন, গুলশান তার পেশাদারিত্ব ও সহযোগীতার কারণে শুটিংকে সহজ করে তুলেছেন। তিনি গুলশানের এমন উদার আচরণের প্রশংসা করেন, যে তিন-চার রকম বালিশ নিয়ে এনেছিলেন যাতে গিরিজা আরামদায়ক বালিশ বেছে নিতে পারেন। দৃশ্য চলাকালীন গুলশান প্রায় ১৬-১৭ বার জিজ্ঞেস করেছেন, “তুমি ঠিক আছো তো?”

গিরিজা আগেও ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিনে নজর কেড়েছিলেন। এবার তিনি ‘থেরাপি শেরাপি’ ওয়েব সিরিজে দর্শকদের সামনে আসছেন। সিরিজটি পরিচালনা করেছেন শচীন পাঠক।