ভদ্ররা ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায় : প্রভা

ভদ্ররা ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায় : প্রভা

বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমে নিয়মিত উপস্থিতি দেখা যাচ্ছে। আগের মতো আড়াল-চুপ থাকা অনুভূতি এখন আর নেই।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ভদ্রতা ও অভদ্রতা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। প্রভা লিখেছেন, “যে ভদ্র, সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাববে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই।”

প্রভার এই পোস্ট অনুরাগীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হাজারের বেশি রিয়েকশন এবং কয়েকশো মন্তব্য দেখা গেছে, যেখানে অধিকাংশ ভক্ত তার সঙ্গে একমত প্রকাশ করেছেন।

২০০৫ সালে মডেলিং দিয়ে অভিনয় জগতে পদার্পণ করেন প্রভা। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

এদিকে, চলতি বছর প্রভা একসঙ্গে দুটি সিনেমায় কাজ করছেন। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’, অন্যটি ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে এ দুই সিনেমা নিয়েই তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন।