সিন্ডিকেট ছেড়ে দেওয়ার জন্য আফসোস করি: তিশা

সিন্ডিকেট ছেড়ে দেওয়ার জন্য আফসোস করি: তিশা

বিনোদন

এক দশকের বেশি সময় ধরে ছোট পর্দা ও ওটিটিতে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। শিহাব শাহীন পরিচালিত আলোচিত ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’–এর মাধ্যমে দর্শকমহলে ব্যাপক আলোচনায় আসেন তিনি। যদিও এরপর বিভিন্ন নাটকে অভিনয় করেছেন, তবে আগের সেই সাড়া আর পাননি।

কিছুদিন কাজ থেকে বিরতি নেওয়ার পর সম্প্রতি আবার ধারাবাহিকে ফিরেছেন তিশা। এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে একক নাটকে ভালো গল্পের অভাব আর কাজের সংখ্যা কমে যাওয়ায় ধারাবাহিক নাটকের প্রতি আগ্রহী হয়েছেন। তিশা বলেন, “সিঙ্গেল নাটকে গল্প পাচ্ছিলাম না, কাজের সংখ্যাও কম। ধারাবাহিকের প্রস্তাব পেয়ে মনে হলো, পারিবারিক গল্পে কাজ করা যায়। গল্পটিও সুন্দর।”

‘আগস্ট ১৪’-এর পর আক্ষেপ কি আছে? এ বিষয়ে অভিনেত্রী জানান, নিজেকে আগের কাজের মতো ছাড়িয়ে যেতে না পারলেও তাতে অনুশোচনা নেই। তিনি বলেন, “এরপরও অনেক কাজ করেছি, এখনো করছি। আমি শুধু ওটিটিতে কাজ করলেই হবে—এমন না। আমি এমন কাজ করতে চাই, যা ‘আগস্ট ১৪’-কেও ছাড়িয়ে যাবে।”

‘সিন্ডিকেট’ ছেড়ে দেওয়ায় আফসোস তবে একটি সিদ্ধান্ত নিয়ে এখনো আফসোস করেন তাসনুভা তিশা। শিহাব শাহীন পরিচালিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’–এ অভিনয়ের জন্য তিনি প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু পারিবারিক কারণে সে সময় কাজটি করতে পারেননি। তিশা বলেন, “আমাকে ডাকা হয়েছিল, কিন্তু তখন বিয়ে নিয়ে পরিবারের সিদ্ধান্ত চলছিল, তাই কাজটি ছেড়ে দিই। এটা আমার নিজের সিদ্ধান্ত ছিল না। জীবনে অনেক কাজ ছেড়েছি, কোনো আফসোস হয়নি। কিন্তু ‘সিন্ডিকেট’ না করাটা আমাকে আজও মন খারাপ করায়।”

ক্যারিয়ারের নতুন পরিকল্পনা ধারাবাহিক নাটকের মাধ্যমে আবারও নিয়মিত অভিনয়ে ফিরেছেন তিশা। গল্পনির্ভর কাজ, শক্তিশালী চরিত্র ও মানসম্মত নির্মাণে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চান তিনি। দর্শকদের ভালোবাসা ও সমর্থন নিয়ে অভিনয় ক্যারিয়ারে আরও এগিয়ে যাওয়াই তার লক্ষ্য।