সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ক রেফারেন্স ও মতামতের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল করার অনুমতির আবেদন সম্পর্কিত শুনানি চলছে।
আজ বুধবার (১২ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ।
গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন হাইকোর্টে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। হাইকোর্ট পরে রিট খারিজ করে মন্তব্য করেন, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রদান করেছে, তাই কেউ এই সংক্রান্ত প্রশ্ন তুলতে পারবে না। এরপর তিনি আপিল বিভাগে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন।
