মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে ফিলিস্তিনি ভূখণ্ডে কয়েকজন নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে জার্মানি। স্থানীয় গণমাধ্যমের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ)।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট বলেন, “মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য। সেই কারণেই আমি ফেডারেল পুলিশের একটি উচ্চপদস্থ দল জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।”
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, এই দলটি ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক নিরাপত্তা বাহিনীর পুনর্গঠন ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। কর্মকর্তারা জেরুজালেমের অফিস ফর সিকিউরিটি (ওএসসি) থেকে কাজ পরিচালনা করছেন।
প্রাথমিকভাবে চার সদস্যের এই দলটি প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছেছে। তাদের মূল দায়িত্ব হলো স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া এবং জার্মানির দীর্ঘমেয়াদী পুলিশ সহযোগিতা কার্যক্রমকে আরও শক্তিশালী করা।
জার্মানি গত ১৫ বছর ধরে ফিলিস্তিনে পুলিশ সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের ‘ইইউবাম রাফাহ’ মিশন ২০২৫ সালে পুনরায় কার্যকর হয়েছে, যা গাজা ও মিশরের মধ্যে রাফাহ সীমান্তে নিরপেক্ষ উপস্থিতি বজায় রাখে। জার্মানি পশ্চিম তীরে ‘ইইউপোল কপস’ মিশনেও অংশগ্রহণ করবে এবং গাজা উপত্যকার স্থিতিশীলতায় সশস্ত্র বাহিনীর তিনজন কর্মকর্তা অব্যাহতভাবে কাজ করছেন।
