প্রায় এক যুগ আগে শুটিং শেষ হওয়া সিনেমা ‘মন বোঝে না’ অবশেষে মুক্তি পেয়েছে গত সপ্তাহে। দীর্ঘ সময় কোনো খবর না থাকলেও হঠাৎ করে ছবিটি দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চূড়ান্ত অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন ছবিটির নায়িকা তমা মির্জা।
২০১৩ সালে পরিচালিত আয়েশা সিদ্দিকার এ ছবির শুটিং ২০১৪ সালে সম্পূর্ণ হয়েছিল। নায়ক আরিফিন শুভ ও তমা মির্জা তাদের সকল কাজ শেষ করার পর ছবিটি মুক্তির জন্য প্রস্তুত থাকলেও প্রযোজক তা প্রকাশ করতে দীর্ঘ সময় অপেক্ষা করান।
তমা মির্জা গণমাধ্যমকে বলেন, “১১ বছর আগে শুটিং শেষ করেছি। তখন ছবিটি সময়োপযোগী ছিল। কিন্তু এত বছর পর মুক্তি দেওয়ায় দর্শকরা আমাদের বর্তমান কাজের সঙ্গে তুলনা করবেন, যা ছবির জন্য ক্ষতি। শুটিং শেষের তিন বছরের মধ্যে ছবিটি মুক্তি দেওয়া উচিত ছিল। না হলে শিল্পীর সুনামও ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি আরও যোগ করেন, “একজন প্রযোজক যেকোনো ছবি মুক্তি দেওয়ার অধিকার রাখে। কিন্তু বছরের পর বছর ছবিটি আটকে রাখা এবং প্রধান অভিনেতাদের সঙ্গে কোনো আলোচনা না করা চরম অপেশাদার আচরণ।”
প্রসঙ্গত, তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন আফরান নিশো।
