ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নায়ক-নায়িকার দ্বন্দ্ব

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নায়ক-নায়িকার দ্বন্দ্ব

বিনোদন

কলকাতার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’–এর দুই প্রধান অভিনেতা দিতিপ্রিয়া রায় ও জিতু কামালের দ্বন্দ্ব এখন আর লুকোনো নয়। শিল্পীমহলে তাদের সাপে-নেউলে সম্পর্ক বহুদিনের ওপেন সিক্রেট। তবে সম্প্রতি শুটিং সেট থেকে পাওয়া নতুন তথ্য বলছে—দুজনের বিরোধ আবারও তীব্র আকার ধারণ করেছে। আর এর জেরে ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

সেট সূত্রে জানা গেছে, শুটিং সেটে জিতুর ১৫ মিনিট পরে উপস্থিত হন দিতিপ্রিয়া রায়। এতে ক্ষুব্ধ হয়ে জিতু কামাল সেট ছেড়ে বেরিয়ে যান। এখান থেকেই নতুন করে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এতেই শেষ নয়, নাটকের ঘনিষ্ঠ বা রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে নাকি দিতিপ্রিয়া রায় আপত্তি জানাচ্ছেন—এমন অভিযোগও উঠেছে। এতে শুটিং ইউনিটে অস্বস্তি আরও বেড়েছে।

তবে এখন পর্যন্ত এই পুরো বিতর্কে দিতিপ্রিয়া বা জিতু কেউই কোনো মন্তব্য করেননি। ধারাবাহিকের কিঙ্কর চরিত্রে অভিনয় করা অভ্রজিৎ চক্রবর্তী জানান, “তাদের মধ্যে নতুন করে কিছু ঘটেছে কি না, বুঝতে পারিনি। কারণ আমাদের শুটিংয়ের সময় সবসময় এক নয়।” সিরিয়াল বন্ধের বিষয়ে তিনি বলেন, “ধারাবাহিক চলবে কি না, তা নির্ভর করে দর্শকদের ওপর। দর্শক চাইলে চলবে, না চাইলে বন্ধ হবে।”

এর আগে জিতু ও দিতিপ্রিয়ার পেশাগত মনোমালিন্যের খবর প্রকাশ্যে এসেছিল। সামাজিক মাধ্যমেও দুজনেই একাধিকবার নিজেদের অনুভূতি প্রকাশ করেছিলেন। নতুন পরিস্থিতি দেখে টলিউড মহলে ধারণা করা হচ্ছে—এই দ্বন্দ্ব দ্রুত মিটে না গেলে জনপ্রিয় সিরিয়ালটি খুব শিগগিরই বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।