ককলকাতার অভিনেত্রী তিয়াসা লেপচা শুটিংয়ে আ'হ'ত

ককলকাতার অভিনেত্রী তিয়াসা লেপচা শুটিংয়ে আ’হ’ত

বিনোদন

ককলকাতার জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা লেপচা শুটিংয়ের সময় আহত হয়েছেন। বর্তমানে তিনি স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-তে দেখা যাচ্ছেন। দুর্ঘটনা ঘটে শুটিং চলাকালীন, যখন তিনি একটি ফুলদানি ছোড়ার দৃশ্যে অংশ নিচ্ছিলেন। ভারী ফুলদানি তুলতে গিয়ে তা হাত থেকে পড়ে গিয়ে হাঁটুর উপর আঘাত লাগে। দুর্ঘটনায় তার হাঁটু রক্তাক্ত হয়।

ঘটনার পরে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা হয় এবং তিয়াসাকে ইঞ্জেকশন দেওয়া হয়। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শে সাবধানে চলাফেরা করছেন। অভিনেত্রীর আগের তুলনায় ব্যথা কম, তবে শারীরিক সুস্থতার দিকে সতর্ক নজর রাখা হচ্ছে।

শুটিংয়ের এই ঘটনার কারণে ধারাবাহিকের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিয়াসা লেপচা বর্তমানে অভিনেতা সোহেল দত্ত-র সঙ্গে সম্পর্কিত, তবে বিয়ে সংক্রান্ত কোনো ঘোষণা নেই। শুটিংয়ে আহত হওয়ার খবর প্রকাশের পর তার অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করছেন।