সেই পোশাক কেন পরেছেন ব্যাখ্যা দিলেন মিথিলা

সেই পোশাক কেন পরেছেন ব্যাখ্যা দিলেন মিথিলা

বিনোদন

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’ ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি গত সেপ্টেম্বরে **‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’**ের মুকুট জয়ের পর অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে উড়েছেন মূল মঞ্চে অংশগ্রহণের জন্য।

থাইল্যান্ড থেকে মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় দেশের মানুষের প্রতি নিজের অনুভূতি শেয়ার করেছেন। তিনি বলেন, “অন্য দেশের মানুষদের ট্রোলিংয়ে কিছু আসে যায় না, কিন্তু দেশের মানুষ যদি দেখেও আমার চেষ্টা ও কষ্টকে প্রশংসা না করে, সেটা খুব কষ্টের।”

মিথিলা বিকিনি পরার বিষয়েও খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, “বিকিনি না পরলে টপ থার্টিতে পৌঁছানো সম্ভব নয়। যদি বাংলাদেশকে জেতাতে চাই, আমাকে বিকিনি পরতে হবে। এখানে ধর্ম বিষয় কোনো বাধা নেই।”

তিনি আরও বলেন, “এখানকার প্রতিযোগিতা খুব কঠিন। এত মানুষ, এত ভালো কন্টেস্ট্যান্ট। আমার দেশের মানুষকেও সমর্থন দিতে হলে আরও আগায় আসতে হবে।”

মিথিলার এই বার্তা নেটিজেনদের মধ্যে ইতোমধ্যেই সমালোচনা ও সমর্থনের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।