দুইদিন আগেই ‘ঈথা’ সিনেমার শুটিং করার সময় পায়ে গুরুতর চোট পেয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। দুর্ঘটনার কারণে শুটিং বন্ধ রাখতে হয়েছে। চিকিৎসকের পরামর্শে অভিনেত্রীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছিল। তবু নিজের অনুরাগীদের চিন্তা না করে আবারও শুটিংয়ে ফিরে গেছেন তিনি।
রবিবার সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রদ্ধা জানান, তিনি ভালো আছেন। অভিনেত্রী বলেন,
“ভালো আছি। পা ভাঙেনি, তবে পেশিতে গুরুতর চোট পেয়েছি। চিকিৎসক সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আশা করি, সকলের শুভেচ্ছায় দ্রুত সুস্থ হয়ে উঠব।”
দুর্ঘটনার কারণও তিনি বর্ণনা করেন। ‘ঈথা’ ছবির গানের দৃশ্যে লাবণী নৃত্যের জন্য ভারী গয়না ও পোশাকে সাজে ছিলেন। দ্রুত লয়ের সঙ্গে নাচতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারান এবং মেঝেতে পড়ে যান। চোট প্রধানত বাঁ পায়ে পড়ে, ফলে পা নাড়াতে পারছিলেন না।
প্রযোজনা সংস্থা জানায়, দুর্ঘটনার পর পরিচালক লক্ষ্মণ উটেকর নায়িকার স্বার্থে শুটিং বাতিল করেন। কিন্তু শ্রদ্ধা সকলের কথা ভেবে শুটিং চালানোর অনুরোধ করেন। তিনি এখন ঘনিষ্ঠ দৃশ্যে এবং বসে শুটিং করতে সক্ষম, তবে দাঁড়িয়ে নাচের দৃশ্যে বিরতি নেবেন। শ্রদ্ধার এই উদ্যম অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
