ভারতের রাজস্থানের উদয়পুরে বসেছে আলোচিত ‘বিগ ফ্যাট ওয়েডিং’। যুক্তরাষ্ট্রের শিল্পপতি রাজু মন্তেনা-এর কন্যা নেত্রা মন্তেনা সাতপাকে বাঁধা পড়বেন ভামসি গাদিরাজু-র সঙ্গে। বিয়ের আড়ম্বর যেমন নজর কেড়েছে, তেমনই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আমন্ত্রিতদের তালিকাও।
বিয়ের মেহেদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিত। তিনি ‘দেবদাস’ ছবির বিখ্যাত ‘ডোলা রে’ গানে মনোমুগ্ধকর নাচের পারফরম্যান্সে নস্টালজিয়ার ঝলক ফিরিয়ে আনেন। মাধুরী সবুজ ঘাগরা ও পার্পল ওড়নায় পারফর্ম করে মুহূর্তেই উপস্থিতদের মন জয় করেন।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই মাধুরীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে। কেউ নস্টালজিয়ায় মুগ্ধ, কেউ আবার ঐশ্বরিয়াকে মিস করেছেন।
বিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় দৃষ্টি আকর্ষণ করেছে জেনিফার লোপেজ থেকে মার্কিন প্রেসিডেন্টের সন্তান। এছাড়া তালিকায় রয়েছেন বলিউডের তাবড় অভিনেতা-অভিনেত্রীরা।
বিয়ের তোড়জোড় শুরু হয়েছিল ২১ নভেম্বর থেকে, এবং ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে মেহেদি অনুষ্ঠান। অনুষ্ঠান চলমান অবস্থায় একের পর এক বিয়ের অনুষ্ঠান উদয়পুরে নজর কাড়ছে।
