২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার ৯০ শতাংশ মানুষ তীব্র তাপদাহের ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। একইসঙ্গে প্রতি চার জনে একজন থাকবে বন্যার ঝুঁকিতে। সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, পানি ও মাটিতে লবণাক্ততা বাড়ার কারণে উপকূলীয় অঞ্চলে জীবনধারণ ক্রমেই কঠিন হয়ে উঠবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেয়া উদ্যোগগুলো নামমাত্র ও অল্প খরচের; সরকারি পর্যায়ে বড় কোনও উদ্যোগের অভাব দেখা যাচ্ছে।
আলোচনা সভায় বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম বলেন, বাংলাদেশ জলবায়ু সংকট ও পরিবেশগত চ্যালেঞ্জের কঠিন সময় পার করছে। আগাম দুর্যোগ সতর্কতা, স্মার্ট কৃষি এবং অভিযোজন বাজেট বাড়ানো গেলে পরিস্থিতি আরও ভালোভাবে মোকাবিলা সম্ভব।
দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ সিদ্ধার্থ শর্মা বলেন, বাংলাদেশের জলবায়ু মোকাবিলার গতি ধীর, অথচ দ্রুত উদ্যোগ এখন অত্যন্ত জরুরি। এজন্য সরকারি-বেসরকারি খাতকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
