২১টি আইন সংস্কারের কথা জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

২১টি আইন সংস্কারের কথা জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

জাতীয়

সংস্কার মানে শুধু সংবিধান সংশোধন নয়, রাষ্ট্রের বিভিন্ন খাতেই বহু সংস্কার হয়েছে — এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, “সংস্কার করতে হলে বাস্তবসম্মত হতে হবে। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে যদি রাষ্ট্রের কাঠামো দুর্বল হয়ে পড়ে— সেটিও বিবেচনায় নিতে হবে।”

তিনি জানান, শুধুমাত্র আইন মন্ত্রণালয়েই এখন পর্যন্ত ২১টি সংস্কার করা হয়েছে। বিচার বিভাগে নেয়া সংস্কারের ফলে আগামী পাঁচ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

ঢাকা ও চট্টগ্রামে পাইলট প্রকল্প হিসেবে চালু হওয়া ই-পারিবারিক আদালতের মাধ্যমে ভুক্তভোগীরা অনলাইনেই মামলা করতে পারবেন এবং পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে ডিজিটাল প্ল্যাটফর্মে— যা বিচারপ্রার্থী জনগণের জন্য সময়, ঝামেলা ও ব্যয় কমাবে।