স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ এবং চট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোকে প্রশ্নবিদ্ধ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব বিষয়ে বিস্তারিত মতামত প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, নির্বাচিত জনসমর্থন ছাড়া অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য নয়। গতি ও ‘অনিবার্যতা’র কথা বলে জনগণের যৌক্তিক উদ্বেগকে উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি উদাহরণ টেনে বলেন, এলডিসি উত্তরণে কোনো বিকল্প না রাখার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে শ্রমিক, উদ্যোক্তা ও সাধারণ পরিবার। জাতিসংঘের নিয়ম অনুযায়ী সময় বাড়ানোর সুযোগ থাকলেও সরকার সেই উদ্যোগ নেয়নি বলেও তিনি অভিযোগ করেন।
চট্টগ্রাম বন্দর নিয়ে নেয়া সাম্প্রতিক উদ্যোগকেও জাতীয় সম্পদ সংক্রান্ত কৌশলগত সিদ্ধান্ত উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব সিদ্ধান্ত এমন সরকারের হাতে থাকা উচিত নয় যাদের জনগণের কাছে কোনো জবাবদিহি নেই।
তিনি আরও বলেন, “এলডিসি উত্তরণ বা বন্দর সংস্কারের বিরোধিতা নয়; মূল প্রশ্ন হচ্ছে—দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেই সরকার, যাদের জনগণের ভোটে বৈধতা রয়েছে।”
ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি আশা প্রকাশ করেন, জনগণ তাদের মতামত জানানোর সুযোগ পাবে এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশ এগিয়ে যাবে।
