তৌহিদী জনতার বিভিন্ন হামলা ও মব–সন্ত্রাসের ঘটনায় সরকারের ‘প্রচ্ছন্ন সমর্থন’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, “তৌহিদী জনতা বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন গ্রুপ হলেও তাদের কর্মকাণ্ডে সরকারের নীরব সমর্থন স্পষ্ট। এতগুলো মব সন্ত্রাসের ঘটনায় নিন্দা জানানো ছাড়া সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।”
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিভিন্ন সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলা হলেও তা প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে।
রুমিন বলেন, “বাউল, আহমেদিয়া, সাংস্কৃতিক কর্মী, নারী ফুটবলার—একটার পর একটা টার্গেট করা হচ্ছে। কিন্তু সরকার কি কাজ করছে, বুঝতে পারি না। ঘটনাগুলো থামানোর দায়িত্ব সরকারের, কিন্তু তারা তা করছে না।”
নারীরাই প্রধান ভুক্তভোগী উল্লেখ করে তিনি বলেন, “অভিনেত্রীদের অনুষ্ঠান থামানো, সাংস্কৃতিক আয়োজন বন্ধ করা, নারী ফুটবলারদের মাঠে খেলতে বাধা—সবচেয়ে বেশি আক্রমণের শিকার হচ্ছেন নারীরা। এরপর সংখ্যালঘুরা রয়েছে টার্গেটে।”
তিনি আরও জানান, পরিসংখ্যান অনুযায়ী বছরে ৩৮০টির বেশি মাজারে হামলা হলেও একটিরও বিচার হয়নি। অতীতে আওয়ামী লীগ সমর্থিতদের পরিবারের ওপরও হামলা হয়েছে বলে তিনি উদাহরণ দেন।
সরকার ‘মব ঘটনার সুবিধা নিচ্ছে’ দাবি করে রুমিন বলেন, “রাজনৈতিক দলহীন সরকার একটি প্রেসার গ্রুপকে নিজের পক্ষে ব্যবহার করছে। তারা যে কাজগুলো করতে চায়, সেই আওয়াজ প্রেসার গ্রুপ তুলছে। আইনশৃঙ্খলা বাহিনীও তাদের বাধা দিচ্ছে না।”
