তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা আরও ভালো হবে: সিইসি নাসির উদ্দিন

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা আরও ভালো হবে: সিইসি নাসির উদ্দিন

জাতীয়

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, ৫ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলার সার্বিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যদিও এখনো তা পুরোপুরি নিখুঁত নয়।

বুধবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন জানান, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনকে ঘিরে রেড, ইয়েলো ও গ্রিন জোন চিহ্নিত করে এলাকায় ভিন্নমাত্রার নিরাপত্তা জোরদার করা হবে।

তিনি আরও বলেন, পুলিশ, আনসার, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছে, যা আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতিকে একটি নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন উপহার দিয়ে নির্বাচন কমিশন তাদের অঙ্গীকার পূরণ করবে।