টাঙ্গাইলের সখিপুরে দীর্ঘদিনের দলীয় কোন্দলের জেরে উপজেলা বিএনপিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনে দুই শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর পর্যন্ত পদত্যাগপত্র জমা দেন তারা।
পদত্যাগকারীদের অভিযোগ—২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উপজেলা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান স্বেচ্ছাচারিতা ও ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। তাঁর একতরফা সিদ্ধান্ত সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে বলেও অভিযোগ তাদের।
এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন দাবি করেন, ‘দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই কিছু ব্যক্তি পদত্যাগ করেছে। এতে দলে কোনো প্রভাব পড়বে না।’ তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল এখন আরও বেশি ঐক্যবদ্ধ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, ‘কিছু অপতৎপর মহল দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। কিন্তু তারা সফল হবে না। ধানের শীষের প্রার্থী তৃণমূলের ব্যাপক সমর্থন নিয়ে বড় ব্যবধানে বিজয়ী হবেন।’
দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের কারণে সখিপুর উপজেলা বিএনপির রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে সামনে আরও নতুন পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
