গিরিজা ওক: ভাইরাল নীল শাড়ি ছবি, অনলাইনে হয়রানি ও এআই বিতর্কের মুখোমুখি অভিনেত্রী

গিরিজা ওক: ভাইরাল নীল শাড়ি ছবি, অনলাইনে হয়রানি ও এআই বিতর্কের মুখোমুখি অভিনেত্রী

বিনোদন

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নীল শাড়ি, হাতাকাটা ব্লাউজ ও কপালে ছোট্ট টিপে হাজির হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হন মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী গিরিজা ওক। অনেকে তাকে ভারতের ‘সিডনি সুইনি’ বা ‘মনিকা বেলুচি’র সঙ্গে তুলনা করেছেন। রাতারাতি তিনি হয়ে উঠেন জাতীয় ক্রাশ।

তবে এই প্রশংসার পাশাপাশি গিরিজা অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা বিকৃত অশ্লীল ছবি ও অনলাইন হয়রানির শিকার হয়েছেন। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

তিনি জানিয়েছেন, অনলাইনে পুরুষদের কাছ থেকে যে ধরনের কুরুচিকর বার্তা পেয়েছেন, তার মধ্যে ছিল তার ‘রেট’ জিজ্ঞেস করা, “এক ঘণ্টা সময় কাটানোর দাম কত?” এরকম অসভ্য বার্তাও এসেছে। গিরিজা বলেন, “যে পুরুষরা অনলাইনে এমন বার্তা পাঠায়, তারা বাস্তবে মুখোমুখি হলে হয়তো চোখও তুলে তাকাবে না। কিন্তু পর্দার আড়ালে তারা যা খুশি বলতে পারে।”

৩৭ বছর বয়সী গিরিজা ওক আরও বলেন, “ভার্চুয়াল স্পেসকে আমরা কতটা গুরুত্ব দেব, তা নিয়ে বড় বিতর্ক হতে পারে। এটি একটি অদ্ভুত পরিস্থিতি।”

এআই দ্বারা বিকৃত ছবিগুলো ভাইরাল হওয়ার পর গিরিজা তার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “আমার স্বাচ্ছন্দ্যের সীমা ছাড়িয়ে ছবিগুলোকে যৌনতা এবং পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা আমাকে কষ্ট দিয়েছে। বিশেষ করে ১২ বছরের সন্তানের মা হিসেবে এটি আরও ভীষণভাবে প্রভাবিত করেছে।”

সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, ভাইরাল হওয়ার কারণে তার পেশাগত জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি, অতিরিক্ত কাজের প্রস্তাবও এখনো পাননি।

গিরিজার দুই দশকের ক্যারিয়ারে ‘তারে জমিন পার’, ‘জওয়ান’, ‘ইন্সপেক্টর জেনডে’–এর মতো সিনেমা রয়েছে। মারাঠি সিনেমার দর্শকের কাছে পরিচিত হলেও এবার পুরো ভারতের তরুণ প্রজন্মই তাকে চিনেছে।