দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে বিশেষ ছদ্মবেশি অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে অবস্থানরত ‘শাহ মখদুম’ ফেরিতে অভিযানে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—গোয়ালন্দের দৌলতদিয়া বাহারচর এলাকার মৃত ওহেদ ফকিরের ছেলে মো. বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়ার মৃত তারক আলী মণ্ডলের ছেলে মো. হাসান মণ্ডল (৫০) এবং ফকিরপাড়ার মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের একটি টিম লুঙ্গি পরে সাধারণ যাত্রীর ছদ্মবেশে ফেরিতে ওঠে। অভিযানের সময় তাস, নগদ টাকা এবং জুয়ার অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয় এবং তিনজনকে হাতেনাতে আটক করা হয়। অন্য সদস্যরা যাত্রীদের সঙ্গে মিশে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।
ওসি ত্রিনাথ সাহা বলেন, “জুয়ার দলে আরও কয়েকজন ছিল। পুলিশ দেখে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। আমরা তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি।”
