বলিউডের ফিটনেস আইকন মালাইকা আরোরা আবারও খবরের শিরোনামে এসেছেন তার ব্যক্তিগত জীবনের কারণে। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পর কিছু সময় আড়ালে থাকা মালাইকা, এবার নাম জড়িয়েছেন তরুণ হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা-র সঙ্গে।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে মালাইকা এবং হর্ষকে একই সময় টার্মিনালে দেখা গেছে। পাপারাৎজিদের নজর এড়াতে তারা আলাদাভাবে বের হলেও, পার্কিং এরিয়ায় দুজনকে একই গাড়িতে ওঠতে দেখা যায়। মালাইকার গাড়িতে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে হর্ষও গাড়িতে উঠে বসেন, যা তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো করেছে।
জানা গেছে, হর্ষ মেহতা একজন পেশাদার হীরা ব্যবসায়ী। এর আগে মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। মূলত সেই সময় থেকে তাদের ঘনিষ্ঠতার খবর বলিউড জগতে ছড়িয়ে পড়ে।
অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। তবে হর্ষ মেহতার সঙ্গে বিমানবন্দরের এই দৃশ্য নেটিজেনদের কৌতূহল আরও বৃদ্ধি করেছে। সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মালাইকা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
