কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার কন্যার নাম প্রকাশ

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার কন্যার নাম প্রকাশ

বিনোদন

বলিউডের জনপ্রিয় জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা তাদের কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। চলতি বছরের জুলাই মাসে মা হওয়া কিয়ারা আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের একরত্তির পায়ের ছবি শেয়ার করে নামের খবর প্রকাশ করেন।

অভিনেত্রী জানিয়েছেন, তাদের কন্যার নাম রাখা হয়েছে সারায়াহ মালহোত্রা। কিয়ারা লিখেছেন, “আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ—আমাদের রাজকন্যা।”

যদিও নামের নেপথ্যে কোনো বিশেষ কারণ তারা প্রকাশ করেননি। তবে হিব্রু ভাষায় ‘সারাহ’ শব্দের অর্থ ‘রাজকন্যা’, এবং এই নামের উৎস সেই থেকেই এসেছে বলে অনুরাগীরা অনুমান করছেন।

তারা কন্যার মুখ প্রকাশ করেননি।

উল্লেখযোগ্য, ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের মে মাসে মেট গালা-এ একসাথে লাল গালিচায় পদচারণা করেছিলেন কিয়ারা। এরপর থেকে তারা প্রাইভেসি বজায় রেখে প্রকাশ্যে কমই আসছেন।

সন্তানের নাম প্রকাশের সঙ্গে সঙ্গে অনুরাগীরা তাদের অভিনন্দন জানিয়েছে এবং নতুন জীবনযাত্রার জন্য শুভেচ্ছা জানাচ্ছে।