বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বর্তমান শারীরিক অবস্থাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং-এর মাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে সব প্রস্তুতি রাখা হয়েছে। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়া গত দুইদিন ধরে আবারও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।
বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এর মেডিকেল বোর্ড ও দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করছেন। গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতাল আনা হয়।
প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। সর্বশেষ ১৫ অক্টোবরও এক দিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।
