তৃতীয়বার বড়পর্দায় শুভ–মিম জুটি

তৃতীয়বার বড়পর্দায় শুভ–মিম জুটি

বিনোদন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ফের বড়পর্দায় হাজির হচ্ছেন নতুন একটি অ্যাকশন ড্রামা সিনেমায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তার অ্যাকশন লুকের ছবি–তে দেখা গেছে লম্বা চুল, রক্তাক্ত কুড়াল হাতে এবং পুরো শরীরে রক্তের দাগ, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, রাজশাহীতে গোপনীয়তার সঙ্গে শুটিং চলছে। সিনেমার পরিচালক সাইফ চন্দন, চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। ছবির শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি।

প্রাথমিক গুঞ্জন ছিল নায়িকা হিসেবে তানজিন তিশা থাকবেন, তবে সম্প্রতি নিশ্চিত হয়েছে শুভের বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। দুই বছর পর বড়পর্দায় ফিরছেন মিম, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। মিমও শুটিংয়ের সময় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যার লোকেশন থেকে বোঝা যায় তিনি ঢাকার বাইরে রয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী, নতুন এই সিনেমা ঈদুল ফিতর ২০২৬–এ মুক্তি পেতে পারে, যা উৎসব মৌসুমে দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে।

এর আগে শুভ–মিম জুটি অভিনয় করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ ছবিতে। দুই ছবিতেই তাদের জুটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

আরিফিন শুভকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘নীলচক্র’–এ, আর বিদ্যা সিনহা মিমকে দেখা গেছে ‘অন্তর্জাল’ ও কলকাতার ‘মানুষ’ ছবিতে।