বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। তার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার অসুস্থতা ও দেশে ফেরা বিষয়ে আবেগঘন একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি জানান, শারীরিক সংকটে থাকা মায়ের স্নেহস্পর্শ পাওয়ার গভীর আকাঙ্ক্ষা থাকলেও বর্তমান বাস্তবতায় তার পক্ষে একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
তারেক রহমান লিখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে আছেন। তাঁর রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে দেশবাসী দোয়া করছেন। প্রধান উপদেষ্টাও চিকিৎসার সকল সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশি-বিদেশি চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে তাঁর চিকিৎসা সেবা দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, বন্ধুত্বপূর্ণ কয়েকটি দেশ থেকেও উন্নত চিকিৎসার প্রস্তাব এসেছে। সবার দোয়া ও সহানুভূতির জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।
মায়ের পাশে থাকতে না পারার অনুভূতি নিয়ে তিনি লেখেন, “এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও রয়েছে। কিন্তু বাস্তব রাজনৈতিক পরিস্থিতির কারণে আমার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। পরিস্থিতি অনুকূলে এলেই দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে বলে আমরা আশাবাদী।”
প্রসঙ্গত, প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া নানা জটিল রোগে আক্রান্ত। গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে।
