সাম্প্রতিক সময়ে পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য নিয়ে নেটিজেনদের মাঝে জোর গুঞ্জন চলছিল। ঠিক এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি ছবি, যেখানে সৃজিত, মিথিলা এবং তাদের মেয়ে আইরাকে একসঙ্গে দেখা যায়। অনেকে ছবিটিকে “পুনর্মিলন” হিসেবে দাবি করে পোস্ট করতে থাকেন।
তবে অনুসন্ধানে জানা গেছে, ছবিটি বর্তমান সময়ের নয়। এটি ২০২৪ সালে এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল—অর্থাৎ এটি পুরোনো ছবি। ফলে সৃজিত–মিথিলা ফের এক হয়েছেন—এমন দাবি সম্পূর্ণই গুজব, যার কোনো বাস্তব ভিত্তি নেই।
এদিকে বিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নে মিথিলাকে নিয়ে আগ্রহ কমছে না। সম্প্রতি এক পডকাস্টে তাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি উত্তর না দিয়ে কৌশলী মন্তব্য করেন। মিথিলা বলেন, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই।”
যখন তাকে সৃজিত এখনো স্বামী কিনা—এ প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছু বলব না।” তবে পরক্ষণেই যুক্ত করেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নাম এখনো আছে।”
এই মন্তব্যে সম্পর্কের রহস্য আরও ঘনীভূত হয়েছে। আর পুরোনো ছবিকে ঘিরে তৈরি হওয়া নতুন গুঞ্জন যেন উত্তরের চেয়ে প্রশ্নই বাড়িয়ে দিচ্ছে। এখন দেখার বিষয়—মিথিলা কি সামনে পরিষ্কারভাবে নিজের অবস্থান জানাবেন, নাকি এই বিতর্ক সময়ের সাথে মিলিয়ে যাবে বিনোদন অঙ্গনের আরেকটি আলোচিত অধ্যায়ে।
