জীবনে প্রথম ধোঁকা খাওয়ার পর যে অভিজ্ঞতা প্রসূনের

জীবনে প্রথম ধোঁকা খাওয়ার পর যে অভিজ্ঞতা প্রসূনের

বিনোদন

জীবনের প্রথম ধোঁকা পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন লাক্স সুপারস্টার প্রসূন আজাদ। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মাত্র পনেরো বছর বয়সে ঘটে যাওয়া একটি তিক্ত ঘটনার কথা উল্লেখ করেন তিনি। সেই অভিজ্ঞতা তাকে জীবনে নতুনভাবে শিখতে সাহায্য করেছে বলেও জানান এই অভিনেত্রী।

প্রসূন লেখেন, “জীবনে প্রথমবার ধোঁকা খাওয়ার কথা ভুলিনি। সেটাই প্রথম, সেটাই শেষ। এরপর আর কাউকে সহজে বিশ্বাস করিনি—এমনকি নিজেকেও না।”

তিনি আরও জানান, যদি সন্তানরা বড় হতে পারে, তবে তিনি তাদের অনুরোধ করবেন যেন কাউকে কষ্ট দিয়ে বা সরলতার সুযোগ নিয়ে কখনই অন্যায় না করে। তার ভাষায়, “একজন মেয়ের দোয়ায় ভিখিরি রাজা হতে পারে, আবার রাজার অবস্থাও বদলে যেতে পারে।”

নিজের ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে গিয়ে প্রসূন বলেন, “ইচ্ছে করি—জীবনে আরও আগে ফারজাদ শেহজাদের বাবাকে খুঁজে পেতাম। ছোট্ট একটি পরিবার গড়তাম। তাহলে মন, সময় আর আত্মার এত অপচয় হতো না।”

ফেসবুকে প্রকাশিত তার এই কথাগুলো ইতোমধ্যে ভক্তদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।