বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বর্তমানে অভিনয়ের পাশাপাশি ফটোশুট ও বিভিন্ন ইভেন্টে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি তিনি একটি ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস তার ব্যক্তিজীবনের এক আক্ষেপও প্রকাশ করেন।
অপু বিশ্বাস বলেন, “সাধারণত বিয়েতে মেয়েদের জন্য সংসার গোছানোর উপহার দেওয়া হয়—যেমন খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা। তবে আমি আমার বিয়েতে এসব পাইনি।” তিনি আক্ষেপের সুরে আরও জানান, “যে কোনো ধর্মে দেখা যায়, বিয়ের পর মেয়েকে প্রথমেই সংসার সাজানোর জন্য কিছু দেওয়া হয়, কিন্তু আমি মেয়ে হওয়া সত্ত্বেও তা পাইনি।”
নায়িকা তার নতুন পেশাগত দায়িত্ব নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়া আমার জীবনে প্রথম। এটি আমাকে ভিন্ন এক অনুভূতি দিচ্ছে। ফার্নিচার শুধুমাত্র ব্যবহার্য জিনিস নয়, এটি একটি ঐতিহ্য বহন করে। এখন যেহেতু বিয়ের মৌসুম শুরু হচ্ছে, তাই নতুন যুগলরা ফার্নিচার খুঁজবেন এবং হয়তো আমার কাছ থেকে পরামর্শ নেবেন।”
উল্লেখ্য, ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে অতীত সম্পর্ক নিয়ে অপু বিশ্বাস প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবারও বিয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি সামাজিক ও মিডিয়ার মনোযোগ আকর্ষণ করেছেন।
