ছবি ‘কাল’-এর শুটিং স্থগিত, কৌশানী মুখোপাধ্যায়ের গালাগাল সংলাপ নিয়ে দ্বন্দ্ব

ছবি ‘কাল’-এর শুটিং স্থগিত, কৌশানী মুখোপাধ্যায়ের গালাগাল সংলাপ নিয়ে দ্বন্দ্ব

বিনোদন

কলকাতার পরিচালক আতিউল ইসলাম পরিচালিত নতুন ছবি ‘কাল’–এর শুটিং চলতি বছরের নভেম্বর মাসে শুরু হয়েছিল। ছবির কাহিনির কেন্দ্রবিন্দু একজন ইনভেস্টিগেটিভ অফিসার, যিনি কৌশানী মুখোপাধ্যায় অভিনয় করছেন। এছাড়া ছবিতে রয়েছেন বনি সেনগুপ্ত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দত্ত এবং দেবাশিস মণ্ডল। ছবির প্রযোজনা করছেন রবিউল শেখ ও রামিজ রাজা, চিত্রনাট্য লিখেছেন রবিউল।

কিন্তু মাত্র ১১ ও ১৪ নভেম্বর দু’দিনের শুটিং শেষ হতেই বড়সড় সমস্যা দেখা দেয়। চিত্রনাট্যের একটি গালাগাল সংলাপ উচ্চারণ করতে রাজি হননি কৌশানী। প্রযোজকের দাবি, এই সংলাপ ছবির বর্ণনার জন্য অপরিহার্য। এই মতবিরোধের কারণে শুটিং অনির্দিষ্টকাল স্থগিত হয়েছে।

পরিচালক আতিউল ইসলাম বলেন,

“চিত্রনাট্যে একটি গালাগালি ছিল। কৌশানী সেটি বলতে রাজি হননি। প্রযোজক মনে করছেন, সংলাপটি থাকা দরকার। সমস্যা এখান থেকে। পরিচালক হিসেবে আমার প্রযোজক ও অভিনেত্রী উভয়ই প্রয়োজন।”

তিনি আরও জানান, ইমপা সভাপতি পিয়া সেনগুপ্ত এই দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করছেন।

ছবিটি ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা থাকলেও, আপাতত শুটিং স্থগিত। প্রযোজকের অভিযোগ, শুটিং শুরু করার ১৫ দিন আগে কৌশানী ছবিতে সম্মতি দিয়েছিলেন, তাই সংলাপ নিয়ে আগেই আপত্তি জানানো উচিত ছিল। কিন্তু শুটিং ফ্লোরে তিনি বলেন, তিনি গালাগালি দিতে রাজি নন।

এর আগে আতিউল ইসলামের ছবি ‘দানব’ ডিসেম্বরের শুরুতেই মুক্তি পাচ্ছে, যেখানে প্রধান চরিত্রে রয়েছেন রূপসা মুখোপাধ্যায়। কৌশানীকে শেষ দেখা গেছে ‘বহুরূপী’, ‘কিলবিল সোসাইটি’ এবং ‘রক্তবীজ টু’–এ। এখন অনুরাগীরা মুখিয়ে আছেন জানতে, তার পরবর্তী সিনেমা কোনটি হবে।