ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গত সেপ্টেম্বরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। মসজিদে বিয়ে এবং স্বামী সংক্রান্ত কিছু বক্তব্যের কারণে তিনি নানা সমালোচনার মুখে পড়েন। এবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে শবনম ফারিয়া বিয়ে ও স্বামীর বিষয় নিয়ে সরাসরি খোলামেলা আলাপ করেন।
শবনম ফারিয়া জানিয়েছেন, মসজিদে বিয়ের পরিকল্পনা তার বা স্বামীর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না। তিনি বলেন, “বাংলাদেশে যখন কেউ বিয়ে করে, তখন কি ছেলে বা মেয়ে একা কোনো সিদ্ধান্ত নেয়? যেহেতু বাবা নেই, তাই সব সিদ্ধান্ত আসে মায়ের ও বড় দুই বোন-বোনজামাইয়ের অনুমোদনের মাধ্যমে।”
তিনি আরও বলেন, বিয়ের খবর গোপন রেখে বিবাহোত্তর সংবর্ধনার মাধ্যমে জানাতে চেয়েছিলেন। পরবর্তীতে স্বামীর পরামর্শে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি সকলকে জানানো হয়।
স্বামীর বয়স নিয়েও মানুষের মধ্যে অনেক প্রশ্ন উঠেছিল। শবনম ফারিয়া সোজাসাপ্টা জানান, “আমার স্বামী খুব ফিট, তাই অনেকেই মনে করেন তিনি তরুণ। তবে আসলে তিনি আমার থেকে অনেক বড়।”
শবনম ফারিয়ার এই খোলামেলা মন্তব্য সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং অনুরাগীদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে।
