মাধুরী দীক্ষিতের মন্তব্য: বলিউডে নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য এখনও সমস্যা, সমতার আহ্বান

মাধুরী দীক্ষিতের মন্তব্য: বলিউডে নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য এখনও সমস্যা, সমতার আহ্বান

বিনোদন

ঢালিউড হোক বা বলিউড, নায়ক-নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য নতুন বিষয় নয়। প্রায়শই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভিতরে শোনা যায় যে, নায়িকাদের তুলনায় নায়করা অনেক বেশি পারিশ্রমিক পান, এমনকি সুযোগ-সুবিধার ক্ষেত্রে নারীরা অনেকটাই পিছিয়ে।

মাসখানেক আগে দীপিকা পাড়ুকোন আট ঘণ্টার শুটিং শিফটের দাবি তুলে ‘পুরুষতান্ত্রিক ফিল্ম ইন্ডাস্ট্রি’-কে চ্যালেঞ্জ করেছিলেন। এই ইস্যু এখনও চর্চায় রয়েছে। এবার এই বিষয়ে মত প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

মাধুরী বলেন, “শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, পারিশ্রমিক বৈষম্য প্রতিটা কর্পোরেট সেক্টরে দেখা যায়। দীর্ঘদিন ধরে সবাই এর বিরুদ্ধে লড়াই করছে। নায়িকাদেরও পারিশ্রমিক সমতার দিকে নিয়ে আসা উচিত। আমি বলছি না, পুরুষদের থেকে বেশি পারিশ্রমিক দিতে হবে, কিন্তু কোথাও একটি সমতা থাকা উচিত।”

অভিনেত্রী আরও উল্লেখ করেন, দীপিকার দাবি করা ৮ ঘণ্টার শিফট সম্পর্কেও, “আমরা ‘মিসেস দেশপাণ্ডে’ ছবিতে প্রতিদিন ১২ ঘণ্টা শিফটে কাজ করতাম। তাই প্রত্যেকের নিজস্ব মতামত থাকা উচিত। যদি কোনও নায়িকা স্পষ্টভাবে বলে, ‘আমি এত ঘণ্টা কাজ করতে চাই’, তা দেখায় তার মধ্যে স্বাধীনতা এবং ক্ষমতা রয়েছে। সেই নায়িকার জন্য আমি আরও শক্তি কামনা করি।”

মাধুরী সংযোজন করেন, “কাজের সময়সীমা বেছে নেওয়া প্রত্যেক শিল্পীর ব্যক্তিগত অধিকার। কাউকে জোর করে নির্দিষ্ট সময়ের কাজ করানো উচিত নয়।”

বলিউডের এই আইকনিক অভিনেত্রী আশা প্রকাশ করেছেন যে, নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য দূর করে শিল্পী এবং ইন্ডাস্ট্রির মধ্যে সমতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।