বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার দক্ষিণী সিনেমার বড় পর্দায় বড় ভূমিকা নিতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন উঠেছে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত হাই-ভোল্টেজ সিনেমা ‘স্পিরিট’-এ তিনি প্রভাসের বিপরীতে অভিনয় করতে পারেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রস্তাবিত চরিত্রটি কাজলের কাছে বেশ আকর্ষণীয় এবং গল্পের গুরুত্বপূর্ণ অংশে যুক্ত। যদি কাজল সিনেমাটিতে যোগ দেন, এটি তার প্রথম বড় বাজেটের তেলুগু চলচ্চিত্রে মুখ্য চরিত্রের অভিজ্ঞতা হবে। এর আগে তিনি কিছু তামিল ছবিতে কাজ করেছেন, তবে এটি হবে টলিউডে তার বড় আত্মপ্রকাশ।
‘স্পিরিট’ ছবিতে প্রভাস একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। সিনেমার প্লটে থাকবে অ্যাকশন ও আবেগঘন গল্প। নারী প্রধান চরিত্রে ইতোমধ্যেই তৃপ্তি দিম্রি যুক্ত আছেন। গুঞ্জন আছে, কাজলকে দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ ও আবেগপূর্ণ চরিত্র, যা গল্পে উল্লেখযোগ্য অবদান রাখবে।
নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা ইতিমধ্যেই ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ এবং ‘অ্যানিমেল’ এর মতো হিট সিনেমা উপহার দিয়েছেন। এই সিনেমায় প্রভাস, তৃপ্তি দিম্রি এবং সম্ভাব্যভাবে কাজল—তিনজনের সংমিশ্রণকে প্যান-ইন্ডিয়া স্পেকট্যাকল হিসেবে দেখা হচ্ছে। সিনেমাটি বড় বাজেট ও বহু-ভাষায় মুক্তি পাওয়ার কারণে ইতিমধ্যেই দর্শক ও মিডিয়ার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
তবে নির্মাতার পক্ষ থেকে কাজলের চূড়ান্ত অংশগ্রহণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তাই এখন অপেক্ষা করতে হবে।
