গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ: বিচার বিভাগ সংস্কারে ৯০% অগ্রগতির দাবি ড. আসিফ নজরুলের

গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ: বিচার বিভাগ সংস্কারে ৯০% অগ্রগতির দাবি ড. আসিফ নজরুলের

জাতীয়

গুম প্রতিরোধ অধ্যাদেশসহ সাম্প্রতিক আইন সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, বহুল প্রতীক্ষিত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন ১ ডিসেম্বর রাত ১১টায় প্রকাশিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আইন উপদেষ্টা আরও জানান, কয়েকদিন আগে বিচার বিভাগকে স্বাধীন করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ প্রকাশ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই মানবাধিকার কমিশন আইন–এ বড় ধরনের সংস্কার আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল জানান, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তার ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিচার বিভাগ পুলিশ সংস্কার আইন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার অধ্যাদেশ দ্রুত সমাপ্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।

এই ধারাবাহিক সংস্কার কার্যক্রম—আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার জন্য সরকারের অঙ্গীকারকে আরও স্পষ্ট করছে বলে পর্যবেক্ষকদের মত।