বলিউডের প্রজন্মজুড়ে প্রিয় জুটি অমিতাভ-বচ্চন নতুনভাবে আলোচনার কেন্দ্রে এসেছেন। দীর্ঘ ৫০ বছরের দাম্পত্যজীবন কাটানো জয়া বচ্চন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, “বিয়ের ধারণা আজকাল পুরোনো”। তিনি স্পষ্ট করে বলেন, নিজের নাতনি নভ্যা নাভেলিকে কখনো বিয়ের বন্ধনে আবদ্ধ দেখতে চান না।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জয়া বচ্চনের মতে, জীবনকে উপভোগ করা এবং সম্পর্ক ও শারীরিক আকর্ষণ বজায় রাখা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমার কথাগুলো হয়তো কিছু মানুষের কাছে আপত্তিকর মনে হতে পারে। তবে একে অপরের প্রতি সম্পর্ক থাকা জীবনকে আরও পূর্ণ করে।”
জয়া জানান, বিয়ে নিয়ে অমিতাভ বচ্চনের মতামত তিনি জানেন না। “তিনি হয়তো বলবেন, আমি তার জীবনের সবচেয়ে বড় ভুল, তবে আমি তা শুনতে চাই না,” মন্তব্য করেছেন জয়া।
জয়া বচ্চন স্বীকার করেছেন, আজকের এ দৃষ্টিভঙ্গি থাকলেও প্রথম দর্শনেই তিনি অমিতাভ বচ্চনের প্রেমে পড়েছিলেন। হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’ ছবির সেটে প্রথম দেখা হয় এবং ‘এক নাজর’ ছবির শুটিং চলাকালীন দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অমিতাভ-বচ্চনের বিয়ের গল্পও বেশ রোমাঞ্চকর। ১৯৭৩ সালে তারা চার হাত এক করেন। অমিতাভ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘জঞ্জির ছবির সাফল্যের পর বন্ধুদের সঙ্গে লন্ডন ভ্রমণ পরিকল্পনা করেছিলাম, তবে বাবার নির্দেশে আগে জয়া-কে বিয়ে করতে হয়েছিল।’
এবার জয়া বচ্চনের এই মন্তব্যে বি-টাউনের ভক্ত ও গণমাধ্যমে নতুন বিতর্ক শুরু হয়েছে।
