বিশ্ব এইডস দিবসে কন্ডোম-থিম পোশাকে সানি লিওন, র‍্যাম্পে সচেতনতার বার্তা

বিশ্ব এইডস দিবসে কন্ডোম-থিম পোশাকে সানি লিওন, র‍্যাম্পে সচেতনতার বার্তা

বিনোদন

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন এবার রূপ-লাবণ্য নয়, বরং ভিন্নধর্মী বার্তা দিয়েই দর্শকদের চমকে দিলেন। সম্প্রতি একটি বিশেষ ফ্যাশন শোতে সানি হাজির হন সচেতনতার প্রতীকী পোশাকে, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

ভারতীয় গণমাধ্যম জানায়, ক্রিস্টালখচিত সিলভার পোশাকে র‍্যাম্পে হাঁটছিলেন সানি। প্রথমে গোলাপি রঙের একটি মিনি ওভারস্কার্ট পরে মঞ্চে প্রবেশ করেন তিনি। পরে সেটি খুলে ফেলতেই দেখা যায়—তার স্কার্টে ঝুলছে সারি সারি কন্ডোম প্যাকেট।

দর্শকরা প্রথমে বিভ্রান্ত হলেও দ্রুতই পরিষ্কার হয়—এটি নিছক ফ্যাশন নয়, বরং বিশ্ব এইডস দিবস (১ ডিসেম্বর) উপলক্ষে সচেতনতার বার্তা। সানি জানান, এইচআইভি/এইডস প্রতিরোধে নিরাপদ সম্পর্ক এবং কন্ডোম ব্যবহারের গুরুত্ব তুলে ধরতেই তার এই থিম-ভিত্তিক পোশাক।

তিনি আরও বলেন, আধুনিকতা ও লাইমলাইটের ঝলকে সুরক্ষার মতো জরুরি বিষয় ভুলে গেলে চলবে না—এই বার্তাই তিনি ফ্যাশনের মাধ্যমে পৌঁছে দিতে চেয়েছেন।

এদিকে, সানি লিওনকে সর্বশেষ দেখা গেছে কিথ গোমস পরিচালিত ‘ব্যাডাস রবি কুমার’ ছবিতে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া, কীর্তি কুলহারি ও জনি লিভার। এর আগে তিনি ‘জিসম ২’, ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস ২’, ‘এক পেহেলি লীলা’ ও ‘তেরা ইন্তেজার’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।