চিকিৎসাধীন অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল বুধবার রাত থেকে তার রক্তচাপ কমে যায়। বৃহস্পতিবার সকালে চিকিৎসকেরা জানিয়েছেন, সব চেষ্টার পরও উন্নতি হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন।
হুমায়রা নওশিন বলেন, “চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে, তারা কিছুই বলতে পারছেন না। শুধু জানালেন, কোনো উন্নতি নেই, বরং অবনতি হয়েছে। আল্লাহর কাছে তিনুকে চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”
উন্নত চিকিৎসার জন্য অভিনেতাকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা থাকলেও সবকিছু তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।
গত ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। অক্সিজেন লেভেল কমতে থাকায় ২৪ নভেম্বর ঢাকায় আনা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। দুই দিন আগে শারীরিক অবস্থার সামান্য উন্নতির পর কেবিনে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু বুধবার রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারান এবং এরপর লাইফ সাপোর্টে নেওয়া হয়।
হুমায়রা নওশিন দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছেন, “আমার সন্তানের বাবার জন্য সবাই দোয়া করবেন, যাতে তিনি আমাদের মাঝে ফিরে আসেন।” অভিনেতার ১১ বছরের এক কন্যাসন্তান রয়েছে।
পেশাগত জীবন: তিনু করিম ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে টিভি নাটকে অভিষেক করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন।
