নাটক ও সিনেমায় ধারাবাহিকভাবে প্রশংসা কুড়াচ্ছেন অভিনেতা তৌসিফ মাহবুব। অপূর্ব-নিশোদের নাটক কমানোর পর থেকে তার ব্যস্ততা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।
সাম্প্রতিক সময়ে তৌসিফ নিজের সোশ্যাল মিডিয়ায় লাক্স তারকা নাজিফা তুষির সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “এ হাওয়া আমায় নেবে কতদূর…”। ‘হাওয়া’ খ্যাত নাজিফার সঙ্গে আগে কখনো কাজ না হওয়ায় এই পোস্টে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।
অনুরাগীদের একাংশ আশা করছেন, দুজনকে সিনেমায় একসঙ্গে দেখা যাবে। কেউ আবার ওয়েব ফিল্মেও জুটির সম্ভাবনা দেখছেন। তৌসিফ নিজেও জানাচ্ছেন, এখন সিনেমার জন্য ভালো গল্প এবং চরিত্রের অপেক্ষায় আছেন।
কালের কণ্ঠকে তৌসিফ বলেন, “তুষির সঙ্গে আমার পরিচয় অনেক বছরের। লাক্স থেকে বের হওয়ার সময় আমাদের একটি কাজ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এবার যদি সামনে কিছু আসে, তবে তা মন্দ হবে না। আজ জিমে দেখা হয়ে কাজ নিয়ে আলোচনা হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “তুষি বলছিল, তোমার এখন ভালো সময়, সিনেমা করা উচিত। আমি বলেছি, যদি কোনো গল্প আসে যা আমার সঙ্গে ম্যাচ করে, আমাকে জানাবে।”
সাম্প্রতিক সময়ে তৌসিফের ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’ দর্শকের কাছে প্রশংসিত হয়েছে, যেখানে তার সহশিল্পী ছিলেন শাম্মি ইসলাম নীলা। অন্যদিকে, নাজিফা তুষি ‘হাওয়া’ সিনেমার পর কিছুদিন পর্দায় দেখা যায়নি। সম্প্রতি তিনি রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার কাজ শেষ করেছেন।
