বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সম্প্রতি এক অনুষ্ঠানে তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা ও সমাজের দ্বৈত মানদণ্ডের কথা শেয়ার করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যক্তি জীবন নিয়ে যে প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
মালাইকা বারখা দত্তের ‘মোজো স্টোরি’-তে বলেন, “যদি আপনি দৃঢ়স্বভাবের নারী হন, আপনাকে নিয়মিত প্রশ্নের মুখোমুখি হতে হবে। কিন্তু আমার জীবনে কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন—তাদের জন্য আমার গভীর শ্রদ্ধা।”
তিনি সমাজের পুরুষ-নারী দ্বৈত মানদণ্ডকেও তুলে ধরেন। মালাইকার মতে, একজন পুরুষ নতুন সম্পর্ক গড়ে দিলে প্রশংসা পায়, কিন্তু নারী করলে প্রশ্ন করা হয়।
তরুণ বয়সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার স্মৃতিও শেয়ার করেন মালাইকা। তিনি বলেন, “আমি শুধু গান করব, বিয়ে করব, সন্তান নেব—এভাবেই ভাবতাম। কিন্তু পরে বুঝেছি, আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। থেমে থাকতে ভালো লাগত না।”
মালাইকা ২৫ বছর বয়সে বিয়ে করার সময় মায়ের প্রতিক্রিয়া নিয়ে জানান, “মা সব সময় বলতেন, ‘প্রথম যাকে ডেট করবে, তাকেই বিয়ে করো না।’ কিন্তু আমি করেছি। মা তখনও স্বপ্ন দেখতে আমাকে উৎসাহ দিয়েছেন, থামাননি।”
