হঠাৎ করেই শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মৌ খান। ‘প্রতিশোধের আগুন’, ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করা এই নায়িকা জানান—দ্বীনের আলোয় জীবন কাটানোর লক্ষ্যে তিনি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এক আবেগঘন পোস্টে মৌ লিখেছেন, “আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই, আমি আর অভিনয় ক্যারিয়ার চালিয়ে যেতে চাই না। এটি পুরোপুরি আমার নিজের ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত।”
তিনি আরও জানান, “জীবনের বাকি পথ আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কোরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহ মেনে নিজের ভবিষ্যৎ গড়ে তুলব।”
বর্তমানে মৌ খানের হাতে কয়েকটি অসমাপ্ত চলচ্চিত্রের কাজ রয়েছে। সেই কাজগুলো নিয়ে তিনি পরিচালকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন—
“যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ, সেগুলো পরিচালকরা নিজেদের মতো সম্পন্ন করবেন। আমার অংশ যতটুকু রয়েছে, তা শেষ করে দেব। তবে এরপর অভিনয় জগতের সঙ্গে আর যুক্ত থাকতে চাই না।”
মৌ জানান, সামনে তিনি হালাল উপায়ে ব্যবসা ও জীবিকা গড়ে তোলার পরিকল্পনা করছেন।
শেষে তিনি সবার উদ্দেশে দোয়া চেয়ে বলেন— “এতদিন যে ভালোবাসা পেয়েছি তা আমার কাছে অমূল্য। আমাকে দোয়ায় রাখবেন, যেন আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।”
