আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন বলিউড নায়িকা!

আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন বলিউড নায়িকা!

বিনোদন

অভিনেত্রী ও ক্রিকেটারদের প্রেম-বিয়ে বলিউডে নতুন কিছু নয়। বহু নায়িকা যেখানে ভারতীয় ক্রিকেটারদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, সেখানে এবার একটু ব্যতিক্রম। জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ১১-এ ঝড় তোলা অভিনেত্রী আরশি খান নাকি প্রেমে পড়েছেন এক আফগান ক্রিকেটার– আফতাব আলমের।

ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আরশি খান ও আফতাব আলম দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন। তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে পারে।

আরশির ব্যক্তিগত জীবন নিয়ে অনেক সময় বিভিন্ন গুঞ্জন উঠে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এহসান মাশির সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে বহু আলোচনা হয়। তবে আরশি স্পষ্ট করেছেন—মাশির সঙ্গে তার সম্পর্ক নিছক কাজ-সংক্রান্ত, ব্যক্তিগত কিছু নয়।

১৯৮৯ সালে ভোপালে জন্ম নেওয়া ৩৬ বছর বয়সী আরশি খান একজন অভিনেত্রী, মডেল ও ইন্টারনেট সেলিব্রিটি। ‘বিগ বস সিজন ১১’ এবং ‘বিগ বস ১৪’-এ অংশ নেওয়ার পর তিনি ব্যাপক আলোচনায় আসেন। এছাড়া ‘বিষ’, ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল’সহ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন।

আরশি ২০১৫ সালে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের দাবি করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেন। যদিও আফ্রিদি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। ২০১৯ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে মুম্বাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।