চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমিরের বক্তব্য: ‘ফ্যাসিবাদ আর বরদাশত করা হবে না’

চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমিরের বক্তব্য: ‘ফ্যাসিবাদ আর বরদাশত করা হবে না’

রাজনীতি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফ্যাসিবাদ এখনো পুরোপুরি শেষ হয়নি। কালো বা লাল—কোনো ধরনের ফ্যাসিবাদ বাংলার মাটিতে সহ্য করা হবে না।’
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আট দল আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ডা. শফিকুর রহমান বলেন, তারা কোনো বিশেষ রাজনৈতিক দলের নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চান। তার মতে, দেশের উন্নতি ও সুশাসনের পথ কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। তিনি বলেন, ‘আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি ফ্যাসিবাদের মতো আচরণ করেন, জনগণ আর তা মেনে নেবে না। অতীতে যেমন রুখে দিয়েছি, ভবিষ্যতেও যে কোনো অন্যায় আচরণ প্রতিহত করা হবে।’ আট দলের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, ‘বনেদিদের বাংলাদেশ আর থাকবে না। ইসলামী শাসন ও শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সোনার বাংলাদেশ গড়া হবে।’

মুফতি ফয়জুল করীম বলেন, নির্বাচনে কোনো ধরনের ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘নির্বাচন হতে হবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন—খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ আট দলের নেতারা।