টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব এবং সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলির বহু বছরের ঘনিষ্ঠ সম্পর্ক। একের পর এক হিট গান টলিউডকে উপহার দেওয়া জিৎ এবার দেবের বাড়িতে হানা দেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসেন। তবে, বিষয়টি গুরুতর নয়, বরং মজার ছলে প্রকাশিত।
জিৎ সম্প্রতি দেবের আসন্ন সিনেমা ‘প্রজাপতি’ নিয়ে কথা বলতে গিয়ে দেবের ব্যক্তিগত জীবনকে আঙ্গিকে আনে। দেবকে নিজের ভাই হিসেবে দেখেন জিৎ, তাই তার ভাইয়ের বিয়ের জন্য অধীর আগ্রহ প্রকাশ করেন।
শুটিংয়ের ফাঁকে জিৎ বলেন, “আমি চাই দেবের গায়ে অনেক প্রজাপতি বসুক। আমার ভাইয়ের বিয়ে নিয়ে আমি ভীষণ চিন্তিত। সবাই মিলে ওকে বিরক্ত করে জিজ্ঞেস করো, ‘তুমি কবে বিয়ে করবে?’ যদি না করে, আমি নিজেরাই তার বাড়িতে প্রজাপতি ছেড়ে আসব।”
জিৎ এরই মধ্যে ‘প্রজাপতি’ ছবির গানের সুর করেছেন, যা সম্প্রতি মুক্তি পেয়েছে।
প্রসঙ্গত, দেব শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে দীর্ঘ সময় একে অপরের সঙ্গে থাকলেও দেব এখনও বিয়ের সিদ্ধান্ত নেননি। টলিউডের প্রায় সব সহকর্মীর বিবাহ ও সন্তান প্রসঙ্গে, দেবের বিয়ে না হওয়ার বিষয়টি অনেকে জানতে চাইছেন।
অভিনেতা নিজেও বরাবর জানিয়েছেন, “আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নই, আপাতত ক্যারিয়ারের দিকে মনোযোগ দিচ্ছি।”
