নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ

জাতীয়

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) আয়োজিত এ মহাসমাবেশে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ব্যাপক উপস্থিতি জানান।

সমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, “প্রতি পাঁচ বছর পর বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির কথা থাকলেও ২০১৫ সালের পর থেকে কোনো বেতন সংশোধন হয়নি। নিত্যপণ্যের মূল্য কয়েকগুণ বেড়ে যাওয়ায় কর্মচারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

তিনি আরও বলেন, বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছে। যদিও অন্তর্বর্তী সরকার নবম পে-কমিশন গঠন করেছে, তবে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

আবু নাসির খান দাবি জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং আগামী ১ জানুয়ারি থেকে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন মো. ওয়ারেস আলী।
এতে আরও উপস্থিত ছিলেন—

  • নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

  • গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

  • জুনায়েদ আব্দুর রহিম সাকি
    এরা কর্মচারীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

এ ছাড়া বাংলাদেশ ডাক বিভাগের হাজার হাজার কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের লক্ষাধিক কর্মচারী সমাবেশে অংশ নেন।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন ও খায়ের আহমেদ মজুমদার।