আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

বিনোদন

আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত নতুন ছবি ‘নূর’ অবশেষে মুক্তির অপেক্ষায়। রায়হান রাফী পরিচালিত এই রোমান্টিক সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি মুক্তি পাবে ওটিটিতে। বায়োস্কোপ প্লাসে ১০ ডিসেম্বর থেকে দেখা যাবে ছবিটি।

এই চলচ্চিত্রে শুভ-ঐশী জুটি আগেও দুটি সিনেমায় কাজ করেছেন। গত ২৯ নভেম্বর প্রকাশিত ‘নূর’-এর অফিসিয়াল টিজারে দেখা যায় প্রেম ও টানাপোড়েনের ইঙ্গিত। টিজারের একটি ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশের পরই তা ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই মনে করেন, প্রচারণার উদ্দেশ্যেই দৃশ্যটি ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও অবশেষে মুখ খুলেছেন নায়িকা ঐশী। তিনি বলেন, “নূর সিনেমায় একটি দৃশ্য ছিল, যা গল্পের প্রয়োজনে করেছি। এটি কেবলই অভিনয়। বাস্তবে শুভর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই।”
ঐশী আরও বলেন, “চিত্রনাট্যে যা প্রয়োজন, অভিনেতাকেই তা ফুটিয়ে তুলতে হয়—সেটি যেকোনো দৃশ্যই হতে পারে।”

বর্তমানে ঐশী শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। বেশিরভাগ দৃশ্যের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।